হে মহাবায়ু, জগৎ প্রাণ !
    বিশ্বরহস্য ভেদ করার জন্য আমাদের
    আকুতিসঞ্জাত যে জ্ঞানতৃষ্ণা,  যদি না
    থাকে আমাদের শ্বাসযণ্ত্রপথে তোমার
    চলাচলগতি, আমরা তবে থাকি আলোর                                                                                    
    পথযাত্রী, বাধা পেয়ে চির অন্ধকারে....


                         ২
   মুক্তির বায়ু আমাকে পরামর্শ  দেয় --
    ভিতরের সব কাদাজল ঝেরে ফেলে
    হাল্কা করে নাও মন, তারপর শুরু কর
    অভিযাত্রা, যক্ষের উপদেশ পেয়ে চেতনার
    মেঘপথ ধরে পৌঁছে যাও সহজ গন্তব্যে.....


                        ৩
    মনের মধ্যে যে ফুল ফুটেছে
    মুগ্ধহাসি ছড়িয়ে , বাতাস এসে
    নবমল্লিকার সমস্ত শরীর জুড়ে
    নৃত্যের নানান ছন্দ গেঁথে দিয়ে গেল.....


                     ৪
    মুক্ত কর বিষ শুদ্ধ হবে শ্বাস
    বাঁচাও পৃথিবীর সব আধমড়া প্রাণ
    নিয়ে এস ঠিক সূর্যতাপে শোধিত বাতাস  
    -- আরো দাও প্রাণ আরো আরো....      


                       ৫
   পৃথিবী  ঘিরেছে দুষ্ট দস্যু কার্বন
    প্রকৃতির আর্ত চীৎকার, শ্বাসনিঃশ্বাসের
    পথে অবরোধ, মারণবীজ পুতে দিয়েছে
    কারা যেন.... শপথ নেবার সময় হয়েছে
    এবার, এস বন্ধুরা ! শুদ্ধ করে তুলি জল
    আকাশ বাতাস মাটি মহাশুন্য .....
    মা ও সন্তানেরা বাঁচুক বিশুদ্ধির অক্সিজেনে
    ফুলে ফলে কল্যাণী রূপ, সেজে উঠুকবসুমতী...