আগুন আমার ভাই
      আমি তাহারি জয় গাই
      আমার সব অহংকার পুড়িয়ে শেষ করে
      মাথা নত করতে শিখিয়ে দিয়ে যায়...


                        ২
      সূর্য তার শক্তি নিয়ে যদি
      সমস্ত জগৎ প্রকৃতির কারণ হয়
      এবং তাতে যদি  তার কখনো দম্ভ প্রকাশ পায়
      রাত্রি এসে তার জ্বলন্ত মুখের অর্ধেক জুড়ে
      ছাই চাপা দিয়ে তাকে সর্বমঙ্গল করে তোলে ...


                      ৩
       সরতো ভাই একটু ভিতরটা তাপাাই
       আমার বেম্মদত্যি ভাবনা গুলোকে
       এই মহাযজ্ঞের আচে সেকে সেকে
       নিজেকে প্রকৃত মানুষ বানাই ....


                     ৪
      তুমিতো এক বাতিল কাকতাড়ুয়া
      সারা মুখে চুনকালি লেপে
      হিংসুটে সূর্যের তাপে দিনের
      বারোঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকো,
      কই, তোমার মুখের শাদা অংশ গুলি
      এতো তাপে একটুওতো পোড়ে না .....


                       ৫
       তপ্তদিনের মধ্যগগন আমার দিকে
       তাকিয়ে দেখে -- আমার রন্ধ্রে রন্ধ্রে
       কতখানি অন্ধকার আছে ....
       আমি বিব্রত বোধ করে এর ওর থেকে
       আলো ভিক্ষা করে লজ্জা ঢাকতে ব্যর্থ প্রয়াস পাই,