মহাশূন্য মহাকাশ কত দূরে
     পৃথিবীর বায়ুমন্ডল ছাড়িয়ে
     অসীমশূন্যতা মাঝে নিযুত কোটি
     নক্ষত্র গ্রহ গ্রহপুঞ্জ উপগ্রহদল,
     ছড়িয়ে বহু আলোকবর্ষ দূরে......                                                                                            
     আজো অধরা বহু রহস্য সীমিত শক্তির মানুষ,  
     বুঝেছি মহাশূন্য বলে শেষ কথা নেই
     হাইড্রো প্লাজমা চুম্বকশক্তি-বিকিরণ, প্রামান্য
     কে বলে তোমাকে শূন্য, মহাশূন্যতা নিয়ে তুমি পূর্ণ  !

                            ২
     কী আছে,অন্তহীন অন্তরীক্ষমন্ডল জুড়ে !
     মানুষের অনুসন্ধান , প্রক্সি প্রতিযোগিতা শুরু
     রুশ স্পুটনিক, ভষ্টক গ্যাগারিন, মার্কিনিঅ্যাপোলো
     প্রথম মহাকাশবুকে বিস্য়য় ! মানব উড্ডয়ন......


                                    ৩
     মহাশূন্য যাত্রা, পরিকল্পনায় বিজ্ঞানির দল                                                                                    
     উদ্ভাবনা নবায়ন হার্ডওয়্যার প্রযুক্তি শেষে
     সাহায্য দিয়েছে কঠিন পথে, আন্তর্ ন্যাশানাল মহাকাশে                                                                    
     অবস্থিতিস্থল তৈরি অবশেষে, আজো চলেছে পর্যবেক্ষণ                                                                      
     এবং বিস্ময় ! অজানা অজ্ঞাত তথ্য তত্ত্ব রহস্যরচনা ......


                               ৪
     পিছিয়ে নেই যারা চীন জাপান মহাভারত
     ইউরোপ ইউনিয়ন কুড়ি একুশ শতকের
     মনুষ্যবাহী মিশনে পৃথিবীর উপগ্রহ চন্দ্রমন্ডল এবং
     মঙ্গল গ্রহের ভূগোল উদ্ধার করে আনে......


                             ৫
     মহাকাশ বিপুল বিস্তার বিস্য়য় আধারে !
     কৃষ্ণগহ্বর গিলে খায় নিজের মহাকর্ষ-বলে
     বস্তু পদার্থ, গ্রহ গ্রহানুপুঞ্জ ধূমকেতু তারাদলে --
     যারা চলে আসে কাছে বিপথগামী মহাশূন্য মাঝে,
     আরো কত রহস্য ! ব্যোমাকাশ, তোমাকে ঘিরে, কী জানি....