আর কাঁদিও আমাকে, উফ্ আর পারছি না ...
সহস্র মাইল কান্না বয়ে বয়ে হাঁটছি , পারছি না !


তোমার পরিযায়ী পা দুটো কি জৈষ্ঠরোদে বিশ্রাম
করছে, না কি চিরঘুম থেকে উঠে দাঁড়াবার আর
কোনো শক্তি নেই !  তুই, নিশ্চই বড়ো ভুক্ লেগেছে -- বৌএর আদর কতদিন পাইনি, সোনামণির অনেকদিন না দেখা দুষ্টুমুখ দেখতে কী ভীষণ ইচ্ছে করছে -- লম্বাপথ দ্রুত অবশ পা চালিয়ছিস কাছে পেতে, না সে আর হোলো না বোধ হয়, ভাতহীন ছাদহীন রেলট্র্যাকে মুখ থুবড়ে পড়ে আছিস, সাড়া দিচ্ছিস না হয়তো মনোবল আর ধরে রাখতে না পেরে।  কার কাছে বিচার চাইছিস...
কোন দুষ্ট ভাস্কর তোর গোড়ালি থেকে পাএর তলা
করোনার থেকেও ভয়ংকর ক্ষমতার লোভী ছেনিহাতুড়ি দিয়ে কঠিন পাথুরে কারুশিল্প ফুটিয়ে
তুলেছে, কদর্য বীভৎস !  


বাবারে আর কত কাঁদবো নিস্প্রাণ পাথরের মূর্তি দেখে, আমরাও যে পাথর হয়ে গেছি