ফুল হয়ে ফুটে উঠবে কবে, প্রতীক্ষা আজো যে !
রবিকর সম্পাতে ইন্দ্রধনুর সাত রঙ্ লেগে
কুসুম শতদল বৃন্ত বিন্যাসে,মুখমন্ডল সমস্ত অঙ্গভরে
ফুল হয়ে উঠবে ফুটে, চন্দ্রাতপ, মিটিমিটি তারা আকাশের মুগ্ধতা চেয়ে চেয়ে...
বিটপীবনে ছায়াতরুগায়ে জড়িয়ে ওঠে পেলব শরীর
বাহুলতা প্রান্তদেশ প্রস্ফুট ফুলে সজ্জা মনিবন্ধ ঘিরে
তন্বীক্ষামা মনোহারিণী পল্লবিকা.শকুন্তলাবণ্যপূর্ণপ্রাণ
এস অনসূয়া প্রাণের নিবিড় সখ্যতায় কানাকানি
প্রিয়সখী প্রিয়ংবদা প্রিয়কথনে সুধা কন্ঠগীতি হয়ে
অন্তর-আলোকছটা খোলা বাতায়ন পথ দিয়ে
শরৎ শিঁউলিসকালের কোমল ভৈরব সুর সাধনা
আসন পেতে -- হেমন্তগোধূলির ধূসরিমায়  
অস্তরাগ ঢলে কনকচাঁপার গালে
শ্রাবণসন্ধ্যায় রজনীগন্ধাগুচ্ছ হাতে -- এসেছি এবার তোমারি ঘরে বল যদি  !!
মধুমাধবীতে মন্দানিল, বয়ে এনেছ কি  তবে অমর প্রেমসংগীত উচ্ছ্বাস উৎসুক প্রাণ,                
এসে দাড়াও অঙ্গন মাঝে পূর্ণ বিকশিত রূপ
ত্রায়স্র বিভঙ্গ, অঞ্চিত অথবা কুঞ্চিত পদসঞ্চারে
মধুর ঝংকার নূপুর নিক্কনে --
ফুল হয়ে ফুটে উঠে , এস মর্মে                         এস এস  মুগ্ধ কবিতা ...