১                                                                                                                  
       প্রথম আদি ভুবনে
       প্রাণের স্পন্দন মহারণে
       তব শক্তি মহীসাগর মাঝে
       আজি সৃষ্টি সুখের উল্লাসে
       জীবনলক্ষণ আনন্দে ভাসে...


                    ২
       জল দাও জল দাও -- পিপাসিত স্বর
       কাতর প্রার্থনা,চন্ডালের কাছে,
       কুন্ঠিতা নারী ক্ষমা চেয়ে বলে --
       আমি অশুচি অস্পৃশ্য জন্মমকারণে,
       জল দিতে নাই অধিকার আমার ;
       মহাজন বলে -- যেই মানুষ তুমি, আমিও সেই        
       কে বলে অন্ত্যজ স্পর্শ,  তুমি ধন্যা নরকুলে...


                     ৩
       জলের ধর্ম আমার ধর্ম
       গড়িয়ে গড়িয়ে সবার ধর্মে মিলে যায়....


                  ৪
       মনের বিশুদ্ধ উত্তাপে
       কঠিন বরফ গলাবো
       প্রেমের শীতল জলে
       বিশ্বহৃদয় জুরাবো....


                  ৫
       পুকুর নদী সমুদ্রের জলে
       আচার বিচারের বিষাক্ত শ্যাওলা
        ক্রমাগত জমছে, মানব সভ্যতার
        চেতনাহীন স্পর্শে ওরা মারণব্যাধিতে ভুগছে
        দূষণমাত্রার ক্রমবৃদ্ধি, সৃষ্টি আজ ধ্বংসের পথে
        চুপ করে থাকা আর না, আার না...
        এগিয়ে এস পৃথিবীর মানুষ সব
        সকলে মিলে শুদ্ধ করি, নদী সমুদ্র  ঝর্ণার জল...