হে মহামৃত্তিকা, পঞ্চভূতের অন্যতমা !
সূর্যতাপ অদৃশ্যবায়ু সরলজল কঠিনপদার্থ
সবকিছু ধারণ হেতু তুমি ধরিত্রী উর্বরা জনয়িত্রী,                                                                              
তোমাতে সৃষ্টিস্থিতিবিনাশ, যুগ যুগ ধরে শক্তিধারিণী --
তোমারি মহিমা গাই.....


                  ২
  মাটির ভিতর লুকানো সম্পদ সমাহার
  রূপা তামা লোহা আদি ধাতু, রূপরূপান্তর
  মণিমানিক লুব্ধক বিপুল সম্ভার
  বিলাস লুটে  কারা তোমার ধনে
  রসদ ভান্ডারে  শান্ত হয় ক্ষুধা বিশ্বজনে ...


                   ৩
  মাটি আমাদের ডাক দিয়ে বলে --
  আয় তোরা পৃথিবীর মানুষের দল
  আয় তোরা সবাই যে যেখানে আছিস
  ডালা ভরে তুলে নিয়ে যা যত পারিস
  সবুজ মাটির সব সোনালি ফসল....


                   ৪
  দুনিয়া ঘিরেছে দুষ্ট দস্যু কার্বন ঘনবদ্ধ
  শ্বাস প্রশ্বাসের পথ গুলো সব অবরুদ্ধ
  মারণরোগের বীজ পুতে দিচ্ছে স্বার্থপরেরা
  রুগ্ন মাটির ফসলে বাঁচবে কি মায়ের সন্তানেরা ....


                   ৫
  সময় হয়েছে এবার ক্ষত সারাবার
  প্রকৃতির আর্তস্বরে শংকা প্রকাশ,
  চলো আজ শপথ নিই সকলে মিলে--
  শুদ্ধ  করে তুলি মাটি , বিষাক্ত রসায়ন হতে
  বাচুঁক পৃথিবী, ধনে প্রাণে মনে...
  সেজে উঠুক শস্য-শ্যামলিমায় রূপরসগন্ধে ....