ভৈরবীর আলাপে কর প্রেমের পূজা
পূরবীর তান, মেঘমল্লারে অভিসার উৎকন্ঠ
রতি চন্দনে শিল্পের রস পূর্ণতা পাক এবার


দ্বিখন্ডিত জরাসন্ধকে কুরিয়ে                     এনেছি মনের জঞ্জালে আছে,                               রক্ত দাও প্রণয় প্রেম হাসি
আনন্দ কান্না মৃত্যু-চেতনা !


আমি ভাঙবো চৈতন্যের সিঁড়ি সত্যকে খুঁজে


মায়াকাননে আর নয় বিহার
বিকলাঙ্গ প্রেম হতাশ রাগ অভিমান হুতাশন
মায়াজাল ছিঁড়ে পবিত্র পাবকে শুদ্ধ হও


শব্দের সংসার বিচিত্র বিশাল .... বিযম সুন্দর সত্যদ্বার
মহাশূন্য থেকে এসে শূন্য শব্দব্রহ্মে
আমাকে ফিরে যেতে দাও, হে প্রজ্ঞাপুরুষ !