পরদেশী রাত্রিপথ... দু'ধারে আচ্ছাদন-গাছ
হাত ধরাধরি করে কথাহারা
বিজন রেখেছিল নিজেদের
ভিজে ভিজে ঝাপসা অন্ধকারে ...
চমকে ওঠে বিজুলি থেকে থেকে
ছুড়ে দিয়েছিল জ্বলন্ত ঝলক অন্ধকারের বুক
ছিঁড়ে দিয়ে, ঝিরঝির আাষাঢ়ে বৃষ্টি
চিকের আড়াল  দিয়েছে ,
বিলম্বিত্ পথে যেতে শুধু  দুজনের প্রেম
বারিস হাওয়ায় জেগে ওঠা উত্তাপ
বিজন পথের নৈঃশব্দ.....
কখন ভেঙেছিল ঘনিষ্ঠ হাসিতে
ঠোঁট ছুঁয়েছিল শরমের গালে উষ্ণ
ভরে দেয় নেশার পেয়ালা সাকি
পিপাসার হাত ফেনায়িত শরীরে
শারাবি চোখে নামে রাতের কাহিনি ...


শাওন রাত্রিপথ ভেসে যায় মাতাল হাওয়ায়
রাতজাগা কেতকী ঢেলে দিয়েছে চূড়ান্ত  মদ....
তোমার রাগান্ধ  চোখে যক্ষপুরীর রং ,


থামো, থামো এবার আসক্ত প্রেমিক
ফিরে যেতে দাও , সাকি রসের পাত্রহাতে
ভোর হয়ে আসে আলোআভা লাগে                
মত্ত রাতের গায়, শ্রান্তি নামে রাত্রিপথে ...