ধানসিঁড়ি জলে তরঙ্গ লহরী নাচে ধানেশ্রী
সন্ধ্যা-অস্তরাগে পূরবীর ঠাট গায়ে লাগে তার
রূপবতী মিশ্ররাগিনী জড়িয়ে  ঋষভ ও
ধৈবতের কোমল বুক, গান্ধার শুদ্ধ
বেজে ওঠে তীব্র,  মধ্যমে সুর
নিষাদ সোপান ছুঁয়ে আরোহিনীর আলপ্তি তান
আরাত্রিকাল মাতোয়ারা কৃষ্ণপ্রেমে
বাঁশিতে সুর পুরিয়া-ধানেশ্রী মগ্ন বিলাসীবালা !!


                     ২


স্বরলিপির সুর বেয়ে উঠে আসে যে জোনাকিরা
অন্ধকারের মসৃণ গায়ে নিবদ্ধ
নিবন্ত আলোতে ক্ষুদ্র ক্ষুদ্র  স্বরমালায়
সাজিয়ে রাখে কলাবতী রাগে কালাতীত সুর,
বিরহী কোনো মূর্ছনা !!