বালিয়াড়ি ঢেউ তপ্ত হাওয়ায় সরে সরে যায় মরুপ্রান্ত
সাহারার করাল শরীর শুয়ে আছে যোজন বিছিয়ে
উলঙ্গ নির্জলা নিষ্ফলা কঠোর সূর্যশাসন সয় দিনমান
কৃপণ হিমাঙ্ক তাপে রাত্রি নামে ভয়ংকর আতঙ্ক বুকে
যমদুয়ার খুলে শীতের তীক্ষ্ণফলা বিদ্ধ করে অস্থি চামড়া, জমাট বাঁধে রক্তরস
নির্বাসিত শরণার্থী মানুষগুলি, জীবনযাপন আকাশতলে, মৃত্যুমুখ
অপুষ্টি হাড়জিরজির্ রোগা শিশু কাঁদে খিদে অসহ্য পেটে
অ-সামর্থ নারীপুরুষের ভিড় জীর্ণক্ষয় বৃদ্ধ -- সবাই একত্র খাদ্যের সারিতে
হা অন্ন হা অন্ন -- সকাতর প্রার্থনা মানুষের দুনিয়ার কাছে  ;
হে মোর দুর্ভাগা দেশ, অন্ধকার আফ্রিকা মাতৃভূমি কোলে
ওরা স্বভূমি ছেড়েছে খাদ্য আশ্রয় আশে অসহায় উদ্বেগ
গর্ভিনী মা ছোটে, পেট বড়ো বালাই, অসাড় নীরক্ত শরীরে
উত্তপ্তবালি চাপা দিয়ে আপন মৃত সদ্যোজাতকে
ভুলে গেছে সন্তানহারা শোক, প্রসবরক্ত গড়ায় দুই পা বেয়ে
সামিল ভুখামিছিলে, একমুঠো ভাত হাড়হাভাতে কে দেয়
' মড়া চাঁদ ' থেকে উঠে আসা জ্বলন্ত ক্ষুধা প্রেতসার সারি
আর একবার সাহসে পা বাড়ায় আছেদের রাজ্যে নির্বাসন ছেড়ে
যতক্ষণ শ্বাস পোড়াশরীরে,  বাঁচার কাকুতি জিজ্ঞাসা যেন ---
ওগো পৃথিবীর সুখী মানুষের দল !  দেখতে কি পাও তোমরা
আমাদে জঠরে আগুন দাউ দাউ জ্বলছে, জ্বলছে !!!