হঠাৎ হঠাৎ সমুদ্র মহিষটা জেগে ওঠে,
অদ্ভুত এক নোনাজলে সর্বাঙ্গ জ্বলতে থাকে....
অচ্ছেদিনের লীনতাপে ওর জ্বালাপোড়া ভাবটা বেড়ে ওঠে
আবার ।  মোদিঢোল কোম্পানির জ্বালা উপশম মলমে
চামড়ার এপিডার্মিস স্তরের জ্বালাটা সাময়িক জুরোলেও
ডার্মিস এবং হাইপোডার্মা স্তরে জ্বলুনিটা ছাইচাপা আগুন হয়ে
থেকেই যায়, তাই মাঝেমধ্যেই প্রতিষেধ বা প্রতিরোধক  এক
প্রকার গজরানো গরম ধোঁয়া ওর নাসারন্ধ্র থেকে বেরোতে থাকে .....


মোষ  হোক, গরু ভেরা কী মানুষ, যাই বলো !
ছাপ্পান্ন ইঞ্চির মিশ্রির ছুরির বিরুদ্ধে ' জগন্নাথ'- এর মতো
শরীরের সমস্ত শক্তি নিজের সরু ঠ্যাং-এ জড়ো করে
খালি রঙ্গমঞ্চস্থিত একটা ভাঙা ঝুড়ির ওপর কষে এক
লাথি মেরেছিল যে খুবই হাস্যকর এবং বড় অসহায় প্রতিবাদ !