...Fight fight ' KONI ' fight ( খিত্ দা)
তোমার লড়াই, তোমার লড়াই, তোমার লড়াই
ঘরে বাইরে ময়দানে... লড়াই মনের ভিতরে


ফুলদানীতে প্রিয় ফুল খেলবার দিন নেই অদ্য
শুকিয়ে যাচ্ছে... বিক্ষোভ অশান্ত অতলান্ত
তুমি অক্ষমবৎ রাখতে তাজা প্রাণবন্ত....


লড়াই, স্যার!  লড়াই লড়াই
নিজের স্নেহেরপুত্তলি আজ দূরে পরগৃহবাসী,
বিপন্নবিস্ময় বন্দিনী, চোখের জলে স্নান...
তোমার লড়াই কি থেমে গেছে, বন্দি উদ্ধারে !
ফাইট ফাইট ফাইট....


মারণঅসুখ, কোভিদের গ্রাসে অস্থির সভ্যতা
হাহাকার আকাশে বাতাসে
' মুক্ত কর ভয় ' শক্তি ধরো দুর্বল মনে
পালিয়ে যেওনা ময়দান ছেড়ে,ধরো নিজ সংগ্রাম
ফাইট ফাইট ফাইট...


রেল পাড়ের বৃত্তান্ত  ?  ?  ?
শুয়ে আছে অভুক্ত খোলা আকাশতলে
মৃত্যুমুখী নিঃসহায় নিঃসম্বল, ঘরে প্রিয়া বিচ্ছেদ ব্যথা, জেগে জেগে দুঃস্বপ্ন ঘেরে, সন্তানের আদুরে মুখের ছায়া তোমার ঝাপসা আরশিতে, ফেরা হলো না প্রিয়ের সুখের নীড়ে ....


আরো দাও প্রাণ আরো আরো
লড়াই লড়াই লড়াই,রাজার হস্ত করে চলেছে চুরি
সব গরীবের শেষ সংগতি...হাড়ি কাঠে লাশ শোয়...


লড়াই,লড়াই, লড়াই করে বেঁেচে ওঠো,' উলঙ্গশিশু'র সাহসে ভর করে...জিগির তোলো লড়াই, শেষ পরীক্ষা.. সংগ্রামমাঝ..  


ফাইট ফাই ফাইট.........   স্যার !