....হাট থেকে তুমি কিনে নিয়েছিলে
লোভ লালস সোনাদানা বৈভব আত্মখ্যাতি --
না, এ সব কিছু নয়, অনেকগুলো বছর বয়স
দয়ামায়া সহিষ্ণুতা আর পরার্থপরতা  ;


তুই একবার আয় না ভাই আমাদের বাড়ি,  তোর জন্য..... আসবিতো,
ইলিশপাতুরি, ছোলা দিয়ে কচুরশাক রেঁধেছি,  আসিস কিন্তু!  রেঁধেবেড়ে খাইয়ে শান্তি , দিদিভাই ...
ইস্ রে! বুনু কতদিন বাইরে আছে, পিসির চোখ ভাসে, কি জানি কী খাচ্ছে না খাচ্ছে, খেজুর আমসত্ব
কাজু কিসমিসের চাটনিটা এখনো তোলা আছে
ফ্রিজে ওর প্রিয়,যদি একবার আসতো... কত আদর! পিসি বলে কথা,
হায়রে, রুবাইর মা টা অকালে মরলো, মা হারা
ছেলেটা বড্ড স্নেহকাতুরে, কী কপাল !
পিসির ফোন -- কি রে কেমন আছিস, কত কষ্ট তোর, আমার কাছে কদিন এসে থেকে যা না....


অনাত্মীয়  দেবাশিস অসহায় পেটের অপারেশন,
বৌদি, আপনার সেবা যদি একটু পাই, বড় ঠেকেছি
কুকিমাসি,হসপিটাল থেকে ফিরেছে ছানি ছাড়িয়ে,
মা রে কে দেখে আমারে!  বোনঝি বলে -- মাসি
অন্তত দিন পনের একদম নঠাচড়া কোর না, চোখের ক্ষতি হবে, আমি আছি চিন্তা কীসের
পরম যত্নে ওষুধ লাগায় মাসির চোখে....


আমরা সবাই সেরে উঠেছি যে যার স্বার্থমতো


... কুরুক্ষেত্র ময়দানে তুমি একা দাঁড়িয়ে গীতার
ধর্ম, সংসারের হা মুখে তুমি কি দেখতে পাচ্ছো--
আপন লোকজন এখন বিপক্ষ শিবিরে , ভুলে
গেছে সব  !!