একটি শিশু ফুলের শবযাত্রা  --
অসংখ্য শোকের অসাড় অবশ পা সহযাত্রী,
সহস্র চোখের নীরে দিনের সূর্য ম্লান                                                            
করুণ মেঘ ভরে আছে শোকাশ্রুপূর্ণ               মাথা কোটে ব্যথাহত মূক মাতৃত্ব ...


সদ্য উদ্গম মুকুলটি নির্মম হাতে
ছিঁড়ে নিয়ে গেল দানবের দল
জল্লাদের সকাম হোলি খেলা তপ্ত লাল রং দিয়ে
হিংস্র দাঁত নখে শিশুর শেষখেলা ভেঙে গেছে !


যে ফুলের সৌরভে আগামীর প্রতিশ্রুতি
পৃথিবীর বাগিচায় বাহার বিস্তারের
সে তার কথা রেখে গেল না...
অঙ্গরাগে লেগেছে দুষ্ট লালসার রক্তবিন্দু
সাজানো বাগান সৌন্দর্য হারালো,


চুপি চুপি বোবাকান্না, গাছেদের প্রাণ শুকায়
উচ্ছল সবুজেরা দম ধরে আছে, নিজেদের ক্ষয়
প্রশ্ন, কেন ফুটতে দাও না, কেন বাঁচতে দাও না !


কুঁড়িদের অকাল মরণে মাতৃবুকের গতিলয় অসম
ত্রস্ত শংকায় রাত অতিপাত                                                                                   পরের দিনের ভোরের  অপেক্ষায়
আবার আরেকটা শিশুফুল ঝরে পড়বে না তো  !