একটা নিদ্রাহীন রাত, জেগে আছি ছটফট বিছানায়
সাধ্যসাধনা নিদ্রাদেবীর....
কখন যে একখন্ড ঘুম প্রবেশ করে চিন্তাসূত্র বেয়ে
আচ্ছন্ন, স্বপ্নবাতায়ন খুলে দিল কে ;


একটা বন্য মরুভূমি তারপর মরুদ্যান নিথর চুপচাপ
কাঁটাগুল্ম ঝোপঝাড়ে অর্ধ উলঙ্গ পড়ে আছে
মধ্যযাম কৃষ্ণা একাদশীর চাঁদ -- ছায়া পড়েছে
বালিয়াড়ির গায়ে মুখে, মাঝে মাঝে রশ্মিকেন্দ্রের  
বাইরে চলে যাচ্ছে দৃশ্যপ্রক্ষেপ, আসছে যাচ্ছে...
হঠাৎ চমকে দিয়ে আমার দৃষ্টির গতিরোধ করে
অদ্ভুত অ-বাক দৃশ্যটা ...
একটি নবযৌবন বালক, অনঙ্গকান্তি ছিন্নমাথা
নীরক্ত নিঃসাড় নির্বসন, ওর অচেতন পাদুটো
ছড়ানো ইতস্তত ধরিত্রীমায়ের কোলের উপরে যেন
একটা ছায়ামূর্তি অন্ধকার ঘেঁষে অবিন্যস্ত খোলাচুলে
করুণ বসেছিল বদ্ধমৌনী বিহ্বল দয়িতের পাশে
নিস্পলক আপতিত দৃষ্টি মৃতভালোবাসার প্রতি...
কিমাশ্চর্যম্ রহস্য রহসি ! কী দেখি অসত্য অসম্ভব
মিথ্যা মরীচিকা মরুবুকে নিয়ে যায় আমাকে
হতবুদ্ধির গ্রস্ত উপত্যকায় রুদ্ধবাষ্প, এ কোন নিশিচলচ্চিত্র, হাড়হিম খন্ডিত দৃশ্য...  
ইস্ যদি আর একবার দেখতে পাই ম্রিয়মুহ্যমান
বালিকার মুখ দরবিগলিত দুচোখ দিয়ে... ঘুম ভেঙে
জেগে উঠি ফুঁপিয়ে কান্নার শব্দে !