তুমি এলে না --
অপেক্ষার পথ চেয়ে চেয়ে  . ..
আষাঢ়ের নবযুবা মেঘ আলিঙ্গন করে শৈলশরীর
মাতামাতি সুখ, মন ছুটে চলে আগ্রহ অধীর
দুরন্তবেলা যায়, মত্ত খেলা হলো না  ;


তুমি এলে না --
ভাবনায় উদ্ ভ্রান্তির বাদলদিন কাটে...
নূপুরের শব্দ বেজে ওঠেনি বর্ষাপিছলপথ দিয়ে যেতে
ঘন অরণ্যের শ্যামল ছায়া তৃষ্ণা দিয়েছে আকুল
শ্রাবণ সুরে সুরে বর্ষার গান শোনা হলো না  ;


তুুমি এলে না --
অস্থির অপেক্ষার বিকেল ঢলে পাটে...
টিপ্ টিপ্ সন্ধ্যাতারার দল দূরে আকাশ,  ফোটার আগে
সন্ধ্যামালতীর লুকোনো প্রেম লাজুকলতা সাজে
একটু একটু করে ফুটেওঠা,  দেখা হলো না  ;


তুমি এলে না  --
প্রতীক্ষার পথ বিলম্বিত, দূর থেকে দূরে সরে...
দিগন্তচর ক্লান্ত পাখি সব ঘরে ফিরে গেছে       ভেজা বাতাসের শ্রান্ত পাখায় জড়ায় স্নিগ্ধ প্রেমে
মন্দতাপ অভিসার কামনার ভোগ সারা হলো না  ;