আজ সব মন ঐ সাগর মোহনায়।
সব ঢৈউ উঠে তাণ্ডব করছে মনের কোনায়।


সাগর  দৌড়ে সৈকতে এসে বলছে।
ওরে আয় নীল সীমান্ত গগনে মনঢৈউ চলছে।


সাদা ফেলিল জলরাশি এখনো উচ্ছলতায়।
ঝিনুক যত্রতত্র বিচরিছে আনন্দে বালুকাবেলায়।


শ্রীলতার ওড়নায় তখনো নোনা ধরা সমুদ্র বাতাস।
ওর উচ্ছলতায় শিশুরাও আজ লজ্জায় হতাস।


চৈতন্যের গেরুয়াও হাওয়াও উড়ে যেতে চাইছে।
"শ্রী" কে থামায় কে? সবাইকেই ওর স্নিগ্ধতা টানছে।


অনিমেষ হতাশ হয়ে দুহাতে থুতনিতে ধরে বসে।
কি করবে সে?শ্রীলাতাকে কি আর একবার বলবে?