।।।।।।।।।।।।।।দুঃস্বপ্ন।।।।।।।।।।


সেদিন রাতে উচাটন নিয়ে পড়লাম ঘুমিয়ে।
কি জানি মহারাজের দেওেয়া কাজ করিব কি ভাবে।


ঘুমেই পাড়ি দিলেম আগামীর  পাঁচশত বছর।
দেখি পৃথিবীতে আর একটিও গাছ নেই সব ধুসর।


চারিদিকে শুধু সবুজায়নের মৃত লাশের ছড়াছড়ি।
পাখি পশু সবই প্রায় মুছে গেছে এ ধরাধাম ছাড়ি।


উত্বপ্ত বালুকারাশি হতে গরমের গোলা অবিরাম ছুটছে।
শেষ মানব সভ্যতার কয়েক বিন্দু গভীর ভুগর্ভে রহিছে।


দিকে দিকে শুধু অক্সিজেন তৈরির ফ্যাক্টরি।
আর রয়েছে জল ও খাদ্যের সাপ্লিমেন্ট তৈরির সারি।


মানুষ আর খায় না জল বা খাদ্য।
নাকে নল আর দু বেলা দুটি ট্যাবলেট বরাদ্দ।


একই শরীরে রয়েছে পুরুষ ও নারী।
এখন ওরা সব উভলিঙ্গ প্রাণী।


হঠাৎ নিদ্রা ভাঙলো হাঁড়িচাঁচার ডাকে।
মনে মনে চমকে উঠলাম যাক সবই ঠিকঠাক আছে।