ভাবো কখনো কি খেয়েছো ঘুষ?
হাত পেতে নিয়েছ টাকা এজ্ ঘুষ।


ভেবে দেখো কি বলবে ছেলে মেয়েকে।
যদি কখনো জিগ্যেস করে ভুল করে।


মাইনে পেতে যথেষ্ট তাতেও নয় সন্তুষ্ট।
স্ত্রীকেই বা কি জবাব দিবে বা অন্যত্র।


যখন প্রথম পেলে চাকরি, কার কাছে শিখলে ঘুষ খাওয়া খানি।
কারো নয় দোষ মনে রেখো ঘুষ তুমিই খেয়েছ কান কাটা সরমেয় সম।


ঘুষের টাকায় যখন সন্তানের লেখাপড়ার খরচ মেটাতে।
এখন ভাবলে বুড়ো বয়সে করে না কি গা ঘিন ঘিন শরীরে।


মনে রেখো যাহারা তোমাকে দিয়েছে ঘুষ।
প্রতিটা টাকাতে দীর্ঘদিনের অভিশাপ এর দুঃখ।


সামনে বলত অমুখ সাহেব মনে মনে উদ্গারিত সেঁকো বিষ জানিবে।
কত ঠিকাদার বেচেছে গহনা তোমাদের মত করিতে সারমেয়র সাধনা।