আমি নাক উঁচু তেএঁটে মানব বহু দেখেছি।
ওরা শুরু করে "আমি কিচ্ছু জানি না" বলে।


কথার মধ্যে সব সময় প্রাধান্য পায় উনিই সর্বজ্ঞ।
আর সব যত আছে তারা সব কটাআকাট মূর্খ।


সবতাতে ধরে ভুল,জীবনে স্বার্থ ছাড়া হয় না শ্রোতা।
যদি অন্যের উক্তি না পারে করিতে খণ্ডন, তৎখনাত পলায়ন।


এদের পরিচালনা করা একটু কঠিন,যদি চান শান্তিপ্রীয়তা।
নচেৎ ছেড়ে দিন তাকে শোধরানোর পরিকল্পনা।