বেহায়া হও তবে আত্মাশুদ্ধিতে।
নির্লজ্জ্য হও তবে বিদ্যা অর্জনে।


ফকির হও তবে দান করতে করতে।
ধনী হও তবে ব্রহ্ম জ্ঞানার্জনে।


রমন করতে পার তবে শুধু সৃষ্টির তরে।
হত্যা অবশ্যই করতে পার তবে ষড় রিপুকে।


শোক ও আনন্দ  আর উষ্ণ  ও শীতে রবে অবিচল।
মান বা অপমান; জন্ম বা মৃত্যু ; ক্রোধ যেন না করে বশ।


সবথেকে শক্তিশালী সেই-ই যে পারে সমর্পণ করতে।
ক্ষমা সেই পারে করতে যে সবতাতে জীততে জানে।


সবচাইতে ছোট যে অথচ শান্ত,বুঝবে সুপারনোভা দেখছ সামনে।
আলোও পারে না তারে ছেড়ে যেতে তাইতো সর্বদা কালো দৃশ্যতে।