।।।।।।।।।।।।।।স্বপ্নে দেখা রাগ।।।।।।।।।।।।।।।।।।


আমি বরঞ্চ তাকে বরাহই বলি।
যদিও এতে বরাহের হতে পারে 'সম্মান হানি'।


বেছে বেছে নির্বোধ গুলোকে, নেয় তার টিমে।
একটু বিচক্ষণ দেখলেই, হাত এগোয় গলা টিপতে।


অপরকে কষ্টে রেখেই, ওটার প্রধান সুখ।
বাড়িতে দেখেছি পত্নীকে পিটিয়ে, বলে ঐ আমার গৌরবের মুখ।


বিদেশী ভাষায় এদেরই  স্যাডিস্টিক নিশ্চয় বলে।
মোষ্ট কোরাপটেড,পালভারেটেড আর ইনহিউম্যানিকই বটে।


আইন কে বলে নাটঙ্কি,  ধারে না রুলের ধার।
নিয়মে করলে কাজ বলে "কানুন দিখানা তেরা কাজ"।


যোমেরও অরুচি তাই দুটি বড় এক্সিডেন্টেও বাঁচে প্রাণ ওটার।
আসলে নরকেও ওর মত লোকেদের, একদম নেই দরকার।


এখন ওটা আছে, ভারতের "ম্যানচেস্টারে"।
সবাই আসলে নিশ্চিতরূপে, বুঝেছে মনে মনে।


মনের রাগে দাঁতে দাঁত চিপে, স্বপ্ন দেখছে হরিপদ।
আর কতদিন অপেক্ষায় থাকিবে, ওকে দেখতে পদানত।