পাবন এলে মনে লাগে যদি দোলা।
বুঝবি এখনো দেহে ভালো  আছিস তোরা।


যদি পাবন এলেই কেমন যেন মন কেমন।
ওটা কিন্তু মনে রাখবি চৈতন্য আরম্ভের লক্ষণ।


পাবন তা সে পূজো বা ঈদ্ সবই মানুষের কৃত।
পৃথিবীতে কোথাও দেখেছি মরণেও হয় পাবন হয়ে ভীত।


আসলে এই দেহেই চলে রাত্র দিন পাবন।
ওরা পূজা করে সর্ব জীবকোষে করে রক্ত ধাবন।