মৃত্যু একটি স্থায়িত্বের স্বস্তি।
যখন জীবকোষগুলি আর করে না সৃষ্টি।


ঔষধ বা চিকিৎসা দিতে পারে দেহের সাময়িক স্বস্তি।
এক মৃত্যুই দিতে পারে এক দেহের কষ্টের ইতি।


অবশ্যই পৃথিবীর আত্মীয়রা পায় অপার দুঃখ।
আসলে সবই নিজের পরিনতির জন্য সৃষ্ট।


আত্মার বা প্রধান জীবনশক্তির নেই কোন ক্ষয়।
সে সর্বদা গমনে এক জীব/জড় হতে চির নতুন রয়।