তুলসী গাছের শিসের উপর, মনে হয় যেন "ডিস্ক- ইসুলেটরের" মালা।
আসলে চোখ দেখে না, মগজ দেখে, এটাই এখন সবার জানা।


দোপাটি ফুলের সারিতে, লুকিয়ে আছে "এল ই ডির" চেন।
ডালিয়ারা যেন সব "গেট লাইট",দৃষ্টিভঙ্গিই সবচেয়ে মেন।


বিরাট এক সাদা কাগজের মধ্যিখানে, ছোট্ট  একটি কালো  বিন্দু।
কার মনের জোর আছে যে, বলতে পারে, বেশিভাগটাই সাদার সিন্ধু।


একশ জনের মধ্য 99ভাগ বলবে, ছোট্ট এক কালো বিন্দু।
1 ভাগের দৃষ্টি ভঙ্গি  বললেও বলতে পারে, ওটা সবই প্রায় সাদার সিন্ধু।