জানালা আজি উন্মুক্ত মম পবন আসিতেছে।
হেথা হোথা দিক দিগন্ত নয়ন বিচরিছে।


শুভ্র বকের দল ফিরিছে নিজ দেশে।
বর্সার ফলার মতো আকৃতি নিতেছে।


নবীণ ও শক্তিশালী পক্ষীটি ফলার অগ্রভাগে।
ফলার অগ্রভাগ হইতে ক্রমশ দুর্বলেরা উড়িছে।


ভৌতিক চৌম্বকিয় শক্তি তাদের দেখায় পথ।
যুগ যুগান্ত ধরি পক্ষীকুল পথ না ভোলে ইহাই মত।


একটু ধৈর্য্য ধরি যদি তমে পক্ষীকুল দেখো,
সামাজিকতা  ও শৃংখলা অবশ্যই সেখো।


ফলার শক্তিশালী পক্ষী যদি হয় ক্লান্ত,
তক্ষনাৎ অন্য পক্ষী তার স্থান লয় সত্য।


এই ভাবেই উড়ে চলে দেশ হতে দেশান্তর।
হয়তোবা পেরিয়ে যায় কল্পনার তেপান্তর।