ঈরা বলে পিঙ্গলাকে তুই খুব সুখী।
শুশুন্নাকাণ্ড ভাবে আমি আসল না মেকি।


ভাবে এরা গর্ধব নাকি?কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মনে মনে হাঁসে।
শত সহস্র নিউরন যাহা আছে মস্তিষ্কে,চুপ চাপ কাম করে শুধুই নিশব্দে।


পিটুইটারী,থ্যালামাস আর হাইপোথ্যালামাস এরাই নিয়ন্ত্রণ করে ছেড়ে রসায়নিক রসে।
ব্রহ্মগ্রন্থি বলে লোকে ইহাদের জানে,শত সহস্র নিউরন ইহাদেরই নিয়ন্ত্রণে।


কুলকুণ্ডলিনীর অবস্থান নাভিদেশের নীচে।
সংকেত বহে ঈরা পিঙ্গলা নিয়ে যায় মস্তিষ্কের সহস্র দলে।


এইরূপে তুমি পারো ডুবদিতে নিজ অন্তরে।
সমগ্র ব্রহ্মাণ্ড জ্ঞান হইবেই তৎক্ষণে।