আমরা ভাগ্যবান যে মনে কি চলছে দেখা যায় না।
তা না হলে পুলিশ স্টেশনে স্থান সঙ্কুলান হতো না।


ভাগ্যিস চোখ কাপড় ভেদ করি দেখিতে পায় না।
তা না হলে লজ্জা বলে পৃথিবীতে কোন শব্দ থাকিত না।


ঠাকুর দেখেছে এমন লোক নিজে দেখা যায় না।
সব ইতিহাস হলে লেখা হয়,বর্তমানে সহজ হয় না।


ভাগ্যিস বৃক্ষ, পাখি আর জন্তুদের ভাষা অবোধ্য।
তাই আজও মানব নিজেদের বলতে পারে শ্রেষ্ঠ।