সে এক আজব দরগা।
টিঁয়া পাখি যেথা যায় না গোনা।


এটি ব্যারাকপুরের সৈনিক হলের কাছে।
রোজ হেথা প্রচুর ভক্ত দলে দলে আসে।


একবার "হিঁদু/কাফের" হয়েও গেলুম সেথা।
কেউ সেথা বাধা তো দিলোই না উল্টে খাতির পেলাম তথা।


মনের ইচ্ছা রাখলাম ঐ দরগায়।
পূরন হলো ঠিক সাত দিনের মাথায়।


মোদের দূর্গা পরবে প্যান্ডেলে প্রধান ভরোসা এক ইসলাম।
কি জানি দেবিতো কোনদিনই পূজা ফেরালেন সেটা দেখলাম।


একবার এক নন মুসলিম করিলেন প্যান্ডেল সুন্দর।
ঐ বারই মায়ের প্রদ্বীপের আগুন লাগিল ভয়ংকর।


পৃথিবীতে আছে যত দেবতা বা নবী বা লর্ড।
সবই এক সেই পরম শক্তিশালী শক্তিধর।