তুমি কৃষ্ণ তুমি ব্রহ্মময়।
তোমার মধুর বাঁসুরী দৈবময়।


সেই সৃষ্টির আদিতে তুমিই ছিলে।
সদা জাগ্রত সমস্ত জড় ও প্রাণে।


না আছে তব আদি না অন্ত।
তুমি ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাহিরে স্থিত।


আসুরিক শক্তির বিনাশ তুমি কর।
সদা সৎ ধর্মের স্থাপনা কর।