এই ব্রহ্মাণ্ড সদা ফুলিতেছে বেলুনের ন্যায়।
তাই সব তারারাই নিজেদের থেকে দূরে চলে যায়।


এটাই বিস্ময়কর বিশ্বের ক্রমাগত বিবর্ধনের তত্ত্ব।
সব গ্যালাক্সিরাও তারকা গ্রহ সহ তাই দূরে যেতে মত্ত।


যত সময় যাবে চেনা তারারা হারিয়ে যাবে দূরে।
যেমন প্রীয়জন মৃত্যুতে শুধু দেহ ছেড়ে একদিন যাবে।


দূরে চলে গেলেও ঐ তারাদের আলোক দেখা যাবে মনুষ্য এক জীবনে।
ভুল করে মনে হবে ওরা রয়ে গেছে মৃত আত্মীয়ের ন্যায় আমাদের মনে।