এ যেন একা রাতে নির্জনে পদচালনা।
চারিদিকে শুধুমাত্র দুঃখরূপী ঝিঁঝির ডাকা।


পাতা পরার শব্দেও চমকে উঠছি।
এককিত্বের অসহনীয় জ্বালায় পুড়ছি।


ভরসা পেলাম চাঁদকে দেখে।
একা কেউ নেই তাও আকাশে ভাসে।


কোন লাভ  নেই তাও আলো দেয়।
ভাবলাম আমিও একা নই চাঁদ মাথায়।