ওরা দেশ পার করে চলেছে।
ওরা তীরমুখ আকৃতিতে উড়ছে।


তীরের সম্মুখে সবচেয়ে শক্তিশালী পাখি।
তারপর ধীরে ধীরে কম শক্তশালিদের দেখি।


বিজ্ঞান আসে প্রকৃতির খেয়ালে পাখির মগজে।
চলে যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রকৃতির খেয়ালে।


এই প্রকৃতিই হল সর্বশক্তিধর ব্রহ্ম।
যে নিজে পুরুষবীজ সৃষ্টিকরে, নিজ অভ্যন্তরে করে প্রথিত।


প্রকৃতি নিজেই জানে প্রকৃতিকে বাঁচাতে।
আমাদের জ্ঞানের গর্ব সামান্যও শেখেনি টেঁকাতে।