আজও কি আছে ভূতের উপদ্রপ?
প্রশাসনিক ভবনের পার, গলাকাটা শব।


এটা ব্যারাকপুরের এক পুকুর, শোনো।
ইতিহাস বলছে ইংরেজদের অত্যাচার, কতো।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন।
সব নারীবাহীনির এই স্থলে, খতম।


এখনো এক অতৃপ্ত আত্মা, রাত্রে তাঁর খুব তাড়া।
অটো টোটো যাই সে পাবে ঐ রাত্রে তাঁর তাতেই চড়া।


হোক না একটু ইতিহাসের খোঁজ।
যদি মেলে তথায় বহু ঐতিহাসিক নিখোঁজ।


বিজ্ঞানের ছাত্রের এই মতিভ্রম।
এটা কি তবে ঐতিহাসিক ভ্রম?


NB কেস দেবেন না দয়াকরে।