এক মহা যোগী ধ্যানে মগ্ন।
চারিধারে বসে আছেন অনেক শিষ্য।


বেশ কিছুক্ষণ অন্তে চোখ উন্মোচিত যোগী।
যে যাঁর প্রশ্ন করিতেছেন সকলেই অতি উৎসাহী।


এক শিষ্যের প্রশ্নবাণ এল যোগীর কর্ণে।
হে মহারাজ কোন দোষ সবচাইতে ঘৃণ্য জগতে?


এক মুহূর্ত নীরবতা তার পর যোগীর উত্তর পরশ্রীকাতরতা।
যেটা জন্ম দেবে হিংসা-কাম-ক্রোধ-দেহের পরম ক্ষতির আশঙ্কা।


শুধু তাই নয় ধীরে ধীরে সবে তাঁরে করিবে বর্জন।
জগতে তখন সে রবে শুধু একা অতীব একাকিত্বের ক্রন্দন।