রহমান আজ সাগরে গেল।
ফতিমা একা তার ঘরে রইল।


পাশেই সরস্বতীদের ঘর।
ওর বর সেও আজ গেল সাগর।


ফতিমা আর সরস্বতী একে অপরের বন্ধু।
কোন সমাজতত্ত্ব পারেনি করতে ওদের শত্রু।


প্রচুর মাছ নিয়ে এল ফিরে ওদের বরগন।
এখন ওদের উঠানে বহিছে মাছক্রেতার ঢল।


ক্রেতা ও বিক্রেতার একটাই ধর্ম।
সেটা শুধু বোঝায় মানবতার মর্ম।