দিনের বেলা সন্ধ্যা হল।
বরুণ দেবের দেখা মিলল।


মেঘ মল্লার আসছে ভেসে।
বৃষ্টি বোধ হয় হবে শেষে।


আগাছারা পাবে শান্তি।
ওদের যে কেউ দেয় না পানি।


বড় বৃক্ষ মুখে চাইতে না পারে জল।
লজ্জায় থাকে ওরা সর্বক্ষণ।
ওরাও পাবে সেই পরম জল।


ঈশ্বর আল্লাহ্ যাই বলো সবাইকে ওঁরা দেখেন সমান।
ওনার কাছে নেই "বিধার্মিক", না আছে "কাফের", কেমন।