মা আমাদের সারদা মাতা।
উনিই এই জগতের ত্রাতা।


সাধারণ এর গ্রাম্য নারীর দেহে।
জগৎজননী নিজে করেছেন লালন ধরাধামে এসে।


মা এর অপার স্নেহ শক্তি।
হার মেনেছে ঠাকুরের ভক্তি।


আবাল বৃদ্ধ বনিতা একই ডাক শুধু "মা"।
বোঝাতে হয়নি অন্ধজনেও,অন্তরদৃষ্টিতেও সেই উনিই  মা।


এই জগতের যত মাতৃহারা তাদের জন্য তিনিই মাতা।
মাতৃকৃপা সবেই পাবেন,চাই এক মনে ঐ মাকে ডাকা।