গগন এখন মেঘের ভয়ে।
কাঁপছে যেন কেমন করে।


বজ্র তখন রেগে উঠে।
আঘাৎ করেন পৃথিবীতে।


ধনাত্মক ঐ মেঘের আধান।
ধরিত্রী মায়ের অসীম ঋণাত্মক কেমন।


অসীম ইলেকট্রনের ঝাপি নিয়ে আছেন এই পৃথিবীমাতা।
নিচের থেকে লাফিয়ে উঠে মেঘের আধান শুণ্য করা।


উপরের এই ক্রিয়া প্রতিক্রিয়া বজ্রপাত নামে জানা।
এবার থেকে কখনো বলবে না জেনো বাজ পড়েছে মস্ত একখানা।