আবার এল গ্রীষ্ম ধেয়ে।
মানুষ পুড়বে ঘেমে নেয়ে।


চাতক উড়বে আকাশ দিয়ে।
ডেকে ডেকে তৃঞ্চার তরল চেয়ে।


এগারো থেকে বিকাল চারটে,
ছায়ার সাথে থেকো লেপ্টে।


ঘন্টায় ঘণ্টায় তরল পান,
বাঁচাতে পারে মানুষের প্রাণ।


জীবনদায়ী খনিজ লবন,
সঙ্গে রেখো সর্বক্ষণ।


ইলেট্রোলাইট ব্যালান্সে নজর দাও।
অধিক ঘামলে লবন চিনির দ্রবণ খাও।


রোদে বেরিয়ে হিট স্ট্রোক হলে,
ছাওয়াতে এসো জলদি করে।
পারলে বরফ কমপ্রেশ করো।
তাতেও না হলে ওপিয়াম খেয়ো।
যদি দেখ অবস্থার অবনতি।
হাসপাতালে গমন অবশ্যম্ভাবী।