হে জান্নাতের নবী মুহম্মদ।
তোমার ভক্ত সর্বত্র পৃথিবীবৎ।


তুমি অক্লান্ত পরিশ্রমী ও ধৈর্যশীল মহামানব।
কত কষ্ট সহ্য করেছ ঐ সময়ে পরিবর্তনে দানব।


দেহ ধারনরত অবস্থায় বহুবার করেছ সুউচ্চে গমন।
আল্লাহ্ থেকে সরাসরি এনেছ আয়াত করিতে শান্তি স্থাপন।


পবিত্র কোরাণ যদিবা আল্লাহ্ নির্মিত।
কুরবানির মহৎ শিক্ষা তোমা হতে আগত।


নিজে আত্মস্থ না করে কখনো দাওনি শিক্ষা।
এটাই এযুগেও সর্ব মানবের তরে তোমার দিক্ষা।


তৃতীয় সাদি করেছ ছোট্ট গরীব আয়েশাকে করিতে রক্ষা।
কারণ সে যুগে বিবাহ ব্যাতিত নারী ছিল সর্বজন ভোগ্যা।


মূর্খেরা না বুঝে সর্বদা গুণী জনে করে অশ্রদ্ধা।
হে অতিমানব তুমি প্রকৃতভাবে সবে করিছ রক্ষা।


হে প্রকত আল্লাহ্ ভক্তগন অহিংসাই খোদাকে দেয় মান।
এসো অবজ্ঞা করি দুষ্টের প্ররোচনা, শুরু করি মানবতার গান।


Mothers of the Believers
   أمهات المؤمنين
উম-আল-মুমিন


Spouse
    


Consort        
                                   Married
1.Khadijah                 595–619
2.Sawdah                    619–632
3.Aishah                     623–632
4.Hafsah                    625–632
5.Umm al-Masakin      625–626
6.Umm Salamah         625–632
7.Zaynab                         627–632
8.Juwayriyyah               628–632
9.Umm Habibah             628–632
10.Safiyyah                     629–632
11.Maymunah                629–632
12.Rayhanah[a]               627–631
13.Mariah                      628–632