সেবা এক মহান ধর্ম এ তো সবে জানেন।
যে সেবা নিচ্ছে তার দায়িত্ব কেই বা ভাবেন।


সেবক মুখ বুঁজে করে যাবে সেবা।
গ্রাহকের দায়িত্ব নিয়ে শুরু হোক ভাবা।


ভুল হলে সব দোষ সেবকেরই হবে।
অধম গ্রাহক কেবলই ধোয়া তুলসী রবে।


ফলের আশা ছাড়া কর্ম তখনই সাজে।
যখন ঈশ্বরসম সবার কর্তা সবার খোঁজ রাখে।


জীবনের তরে লাগে অনেক সামগ্রী।
কত্তা রাজা হোক তার ভবতরির কাণ্ডারি।