গরুর গাড়ির সার্চ লাইট।
আন্ডার প্যান্টের বুক পকেট।


সোনার পাথর বাটি দেখেছেন?
কিম্বা কাঁঠালের আমসত্ত্ব চেখেচেন?


কুড়ে ঘরের ঝাড়বাতিটি ঐ দূরে ঝড়ে দুলছে।
হতদরিদ্র মসলিন পরে সমানে বাসন মাজছে।


গীতা পাঠের ক্লাসে আছে অথচ অসভ্যতা করে রোজ।
পম্পা নামের আড়ালে এক দামড়া পাঁঠা?, খাসি হচ্ছে রোজ রোজ।


উন্ছবৃত্তি করতে পারলে অধমেরা শান্তি পায়।
পকেট থেকে টাকা তুলে ঘুষ খেয়েছে অনেক ভাই।


গায় মানে না আপনি মোড়ল প্রচুর পাবে হেথা হোথা।
ছোট লোকের মধ্যেও কিন্তু জেনো, আছেন সেই আত্মা পোরা।