জলে পড়ে তালের ছায়া।
যেন শিশুর মাথায় মায়ের আঁচলা।


আতা গাছের সবুজায়নে, সবুজ টিঁয়া বাসা বাঁধে।
কাঠঠোকরা শক্ত ঠোঁটে, নারকেল গাছে ফোঁকড় করে।


জলের ভিতর ছোট মাছ, বুড়বুড়ি কাটে জীবন ভরে।
বিড়ি ফোঁকা দুষ্টু ছেলে, ভরদুপুরে ছিপ ফেলে।


প্রাচীন এই গ্রাম্য ছবি, এখন দেখি মফঃস্বলে
তাও ভালো আমি ভাবি,গ্রাম্য ভাবের ছোঁয়া পেয়ে।