এক ঢিলেই জলে তরঙ্গ।
ভেবো না যেন জল তরঙ্গ।


বিন্দু থেকে বড় বড় বৃত্ত।
পুকুরে এ ঘটনা ঘটে নিত্য।


নদী বা সাগরে ইহা বিরল।
ছোট্ট মনে তরঙ্গ অবিরল।


চোট্ট ঢিলের এ কি মহত্ব?
নির্ভুল বৃত্ত সৃষ্টে অনবরত।