কখন বিলাসিতা মানায়।
যখন শিশু ও মাতা মরে বিনাচিকিৎসায়?
যখন বহুলোক মরে ক্ষুধার জালায়?
যখন অজস্র মানবের মাথায় বর্ষন গর্জায়?
যখন বিনা আলোকে বহু বিদ্যার্থী পিছায়?
যখন নব্যতাহিনতায় নদী সবেরে ডোবায়?
যখন ছোটো ব্যাবসায়ী মরে রাজকরের জ্বালায়?
যখন দেশসেবক/সেবিকা বাছতে সর্বক্ষয়ী ভোট হয়?


কেন গো এই সব সেবক/সেবিকা বিনা ভোটে করে না দেশ সেবা?
দেশ সেবার তরে সারমেয়সম কেন করে উৎছিষ্ট রুটি ছেঁড়ার ঝগড়া?


বুদ্ধিহীন যত গরীব অভাগা কেন শুধু মরে এই ধরায়?
কখনো শুনিনি মরেছে অতি উৎসাহি কপঠ সেবক এই তর্জায়।