শরৎকাল তাও সকাল থেকে বৃষ্টি।
প্রকৃতি নিজে থেকেই ঠাণ্ডার সৃষ্টি।


মা আসছেন তাঁর সন্তানদের লয়ে।
হয় তে গমন তাই ভয় সব যেন না যায় লণ্ডভণ্ড হয়ে।


পাশের গৃহের পরপর দুইজনা গেলেন দেহ ছেড়ে।
যুবতী একলা কণ্যাসম মেয়েটি একলা এজগতে।


ওকে দেখে এই বৃদ্ধ বয়সেও মৃত্যু ভয়ে কাতর অনেকে।
আমিও নই ব্যাতিক্রম ঐ সব ভীতু মানুষের থেকে।


প্রকৃতির কি ভীষম লীলা যে ও একলা আত্মস্থ হচ্ছে তীব্র গতীতে।
আর পার্শবর্তী সকলে ভীতসন্ত্রস্থ মৃত্যুভয়গ্রস্থ হয়ে দিন কাটাচ্ছে।


জানি ও মানিও বটে মৃত্যু জীবনের এক অবস্থা মাত্র।
তবু মন কেন মায়াময় হয়ে আছে নতুন শুরুতে অনিহাই নিত্য।