কথা পারে এক মুহূর্তে অনেক সম্পর্ক।
কথা পারে অনেক সমস্যার ইতি যথেষ্ট।


একই কথা করতে পারে অন্যকে আপন।
সেই কথাই পারে ভরে দিতে শত দুঃখ কাদন।


একটি শব্দ উচ্চারণে ডাকাতও হয় কাবু।
মন্ত্র বল কিম্বা আজান সেই কথার মালাই বাবু।


যদি তুমি পেতে চাও শুন্য শত্রুর জীবন।
জীভ সহ মনে তুমি কর কথার সংযপন।


কথা জানবে বহ্মাস্ত্র বাহিরিলে না হয় প্রত্যাগমন।
যেমন ধনুক থেকে তীর বেরোলে নিশ্চিতরূপে শমন।


জীভের অসংযমে সে হোক ভক্ষণ বা কহন।
সনিধন অবসম্ভাবি জানিবে ইহা সত্য কথন।