কুকুর, ছাগল, শুয়োর, গাধা।
এসব কি করে হয়, গালির মালা?


প্রাণীরা সবই,ঈশ্বরের সৃষ্ট।
কে কি হবে, জানে শুধুই অদৃষ্ট।


তাহলে পুরুষ, নারী, শাড়ি, গাড়ি,
এসব কেন,হবে না গালি?


জড় বা জীব সবই তাঁরই খেলা।
এ জগতে কে কি হবে, তাঁরই জানা।


হিঁদু, মোছলমান, জৈন বা খ্রেষ্টান।
আরো আছে কত, ধর্ম মহান।


সব ধর্মের একই গাথা।
মানুষ হলেই তার হয়না, দশটি মাথা।


কীট,পতঙ্গ, সরীসৃপ আরও কত জন্তু।
এ জগতের জীব বা জড়ের, সবাই হোক বন্ধু।


জানিবে চুড়ান্ত  স্তরে জীব ও জড় সমান সমান।
পরম পরমাণুর ধর্ম সবেতেই সমভাবে ধাবমান।